৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তাকে লাঞ্চিতের ঘটনায় উপজেলা পরিষদে জরুরী সভা : অভিযুক্তের বিরুদ্ধে মামলা 

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৮, ২০২৩
78
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হুসাইনকে মারপিটের ঘটনায়  উচ্চমান সহকারী (হিসাব রক্ষক) মনিরুজ্জামানকে আসামীকে করে মামলা দায়ের করা হয়েছে।   

সমাজ সেবা অফিসার নাজমুল হুসাইন বাদী হয়ে সোমবার বেলা  সাড়ে ১১ টার দিকে  আলমডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন। ইতোপূর্বে উপজেলার সকল কর্মকর্তার উপস্থিতিতে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে জরুরী সভার আয়োজন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ মামলা দায়ের করেন আহত সমাজ সেবা অফিসার। 

মামলার বিষয়টি নিশ্চিত করেন আলমডাঙ্গা থানার পরিদর্শক অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ। 

জানা গেছে, রোববার বিকেল ৩ টার দিকে উচ্চমান সহকারী (হিসাব রক্ষক) মনিরুজ্জামানকে জেলা সমাজসেবা অধিদপ্তরের (ডিজি) বরাবর চিঠি টাইপ করতে নির্দেশ দেন উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হুসাইন চিঠিতে একাধিক ভুল থাকায় তাকে পূণরায় সংশোধন করতে বলেন। এতে মনিরুজ্জামান তার উপর আক্রমণ করেন। তিনি এসময় ক্ষিপ্ত হয়ে কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে নাজমুল হুসাইন শারীরিকভাবে অসুস্থ হলে হারদী হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে যান। ঘটনার পরপরই জেলা সমাজ সেবা অধিদফতরের (ডিজি) ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সমাজ সেবা অফিস পরিদর্শন করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন কর্মকর্তা হাসপাতালে দেখতে যান নাজমুল হুসানকে। 

ঘটনার পরের দিন সোমবার সকাল ১০ টায় সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেনকে মারপিটের ঘটনায় উপজেলার সকল কর্মকর্তারা জরুরী মিটিংয়ের আয়োজন করেন। সকল কর্মকর্তাদের সম্মতিক্রমে নাজমুল হোসেন বাদী হয়ে  সকাল সাড়ে ১১ টার দিকে ম‌নিরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এবিষয়ে আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি বিপ্লব কুমার নাথ জানান, সোমবার সকালে সমাজসেবা কর্মকর্তা নাজমুল হুসাইন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আইনানুসারে আসামী গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram