আলমডাঙ্গায় শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের আয়োজনে সাহিত্য ও সঙ্গীতানুষ্ঠান
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৬, ২০২৩
117
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশের উদ্যোগে সাহিত্য ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১ টায় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কবিতা ও গল্প পড়ে শোনান আতিকুর রহমান ফরায়েজী, রহমান মুকুল, আসিফ জাহান,শফিকুল ইসলাম জীবন, পিন্টু রহমান, রাশেদ কিরণ, আহসান হাবিব ফরায়েজী প্রমুখ। এ সময় পঠিত গল্প ও কবিতা নিয়ে আলোচনা করা হয়।
পরে সঙ্গীত পরিবেশন করেন শফিকুল ইসলাম জীবন, রাকিব উদ্দীন রনি প্রমুখ।
এছাড়া, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম, পলাশ আহমেদ, নয়ন, জুলকার নাঈন জাকারিয়া হায়দার প্রমুখ।