মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি গঠন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় আলোচনা সভা শেষে উপজেলা ও পৌর আহবায়ক কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় মোল্লা সুলতানুল আলম রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক গরীব রুহানী মাসুম।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব বখতিয়ার হোসেন জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহবায়ক আবু হাসেম, বায়েজিদ রহমান জোয়ার্দ্দার, ববিন মুস্তাফিজ, আলিফ জোয়ার্দ্দার, আলমডাঙ্গা পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন।
আলোচনা শেষে কমিটি গঠন অনুষ্ঠানে আলমডাঙ্গা পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক গরীব রুহানী মাসুম আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখা আহবায়ক কমিটির নাম ঘোষনা করেন।
আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক নেছার আহমেদ প্রিন্স, সদস্য সচিব জেহান আলী সেন্টু, যুগ্ম আহবায়ক আ.ক.ম রাসেল পারভেজ রাজু, মোল্লা ফেরদৌসুল আলম রিজভী, ওয়াশিকুর রহমান জীবন, শরিফুল ইসলাম সুমন, রকিবুল হাসান নান্না, মাজেদুল ইসলাম, শেখ আহসান হাবীব, সদস্য বিপ্লব মালিথা, রেজাউর রহমান বাবু, আরিফুজ্জামান লাবু, মনিরুজ্জামান স্বপন, মুঞ্জুরুল ইসলাম বিপ্লব, সাবিনা ইয়াসমিন, খলিলুর রহমানসহ ২১ সদস্য বিশিষ্ট উপজেলা আহবায়ক কমিটির নাম ঘোষনা করা হয়।
আলমডাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক একরামুল হক মিলন, সদস্য সচিব সবুজ আহমেদ, যুগ্ম আহবায়ক কাজী চন্দন, নুর আব্দুল্লাহ, গোলাম মোস্তফা মিন্টু, পারভেজ আহমেদ পিয়াস, মিল্টন, মারফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সদস্য মামুনুজ্জামান স্বপন, শাহেদা খাতুন, শাহনেওয়াজ কবীর বাবু, খলিলুর রহমান, আব্দুল হাসিব আক্তার, নাসির উদ্দিন, মারজুল, মতিয়ার রহমান, বাবলুর রহমান, মনিরুল ইসলামসহ ২১ সদস্য বিশিষ্ট পৌর আহবায়ক কমিটির নাম ঘোষনা করা হয়।