আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব ১৭) উদ্বোধন
আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব ১৭) খেলা উদ্বোধন করা হয়েছে । ১০জুলাই সোমবার আলমডাঙ্গার পাইলট সরকারি হাইস্কুলেল বিটিম মাঠে ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব ১৭) উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ , পৌর প্যানেল মেয়র মজিবুল হক, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা এনামুল হক, রিসোর্স ইন্সটেক্টর জামাল হোসেন, ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, বাড়াদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল। উদ্বোধনী খেলায় দুদলেল খেলোয়ারদের উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস জার্সি উপহার দেন।
খেলা পরিচালনা করেন আবুল হাসান, জুয়েল রানা, রনি আহমেদ, মহসিন কামাল । উদ্বোধন খেলায় ডাউকি ইউনিয়নকে ৮-১ গোলে পরাজিত করে বাড়াদি ইউনিয়ন জয়লাভ করে । অপর খেলায় কুমারী ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে গাংনী ইউনিয়ন জয়লাভ করে।
উদ্বোধনী খেলায় আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, মীর রোকনউজ্জামান।