১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সাথে উপজেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১০, ২০২৩
120
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা উপজেলা নবাগত নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সাথে উপজেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার আগে উপজেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবাগত নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোরওয়ার্দীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। এসময় তিনি বলেন, আলমডাঙ্গা কৃষি প্রধান অঞ্চল। সার না দিয়ে কৃষককে হয়রানি করা যাবে না। কৃষকরা সারের অভাবে ফসল উৎপাদন না করতে পারলে দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে। প্রত্যেক কৃষকের চাহিদা মোতাবেক সারের ব্যবস্থা করতে হবে। কোন ডিলার সার মজুত রেখে সারের কৃত্রিম সংকট তৈরি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ¦ মীরমহি উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক হাজী হারুন-অর রশিদ, উপজেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের শ্যামসুন্দর আগরওয়ালা, বীর মুক্তিযোদ্ধা ওম্বাদ আলী জোয়ার্দ্দার, আসিফ নূর তামিম, দিলীপ কুমার আগরওয়ালা, ফজলুর রহমান, সাদ্দাম হোসেন,সালাহ উদ্দিন, মামুদুজ্জামান, মাফী, জনির উদ্দিন, আব্দুল বারী, অমিত বাবু প্রমুখ।


সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram