জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খোকনের পক্ষে লিফলেট বিতরণ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কেন্দ্রীয় যুবলীগ নেতা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামসুল আবেদীন খোকনের পক্ষে লিফলেট বিতরণ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা শেখ সামসুল আবেদীন খোকনের পক্ষে লিফলেট বিতরণ ও উপজেলা মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। ৬ জুলাই বৃহস্পতিবার বিকালে আলমডাঙ্গা শহরে লিফলেট বিতরণ শেষে সমাবেশ করে।
সমাবেশে আলমডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হোসেন বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গার্মেন্টস মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান রুবেল হোসেন, উপজেলা যুবলীগ সদস্য কাজী চন্দন, জামজামি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মারফুল হক লাল, ইউপি সদস্য শেখ শাহানুর টিপু, যুবলীগ নেতা এমএস বাসার রিভেন, মীর তৌফিক, শেখ রুবেল, শেখ রবিন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা শেখ ইমতিয়াজ মিজান নিপ্পন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতা সাহারিয়ার তপু, এসকে শাকিল, নাজমুস সাকিব, তামিম, সাকিব, সজীব, রিপন, পৌর ছাত্রলীগ নেতা এসএম সাব্বিরুজ্জামান, তারেক, চন্দন, মিয়াদ, আশিকুর রহমান, কলেজ ছাত্রলীগ নেতা শাকিব, ইমন, টগর, রাসেল প্রমুখ।
এসময় নেতাকর্মিরা মাননীয় প্রধান মন্ত্রীর নানা উন্নয়নের কথা তুলে ধরেন। তারা বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে। তা আর কোন সরকারের আমলে হয়নি। আগামী সংসদ নির্বাচনে আলমডাঙ্গা বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কেন্দ্রীয় যুবলীগ নেতা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামসুল আবেদীন খোকনে মনোনয়নের জন্য আহবান জানান।