মাদক সেবনের টাকা না দেওয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
আলমডাঙ্গায় মাদক সেবনের টাকা না পেয়ে আমিনুল হক মুক্ত নামের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। ৩ জুলাই সোমবার সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
আমিনুল হক মুক্ত পৌর-শহরের এরশাদপুর গ্রামের মৃত শমসের মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘ ১০ বছর যাবৎ শ্বশুর বাড়ী এরশাদপুর গ্রামে বসবাস করতেন মুক্ত। সে ছিল মাদকাসক্ত। প্রায়ই মাদক সেবনের জন্য শাশুড়ি ও স্ত্রীর কাছ থেকে টাকা-পয়সা নিতেন। সোমবার সকালে মুক্ত তার স্ত্রীর কাছে টাকা চায়। কিন্তু সে বাড়িতে কোনো টাকা নেই বলে জানান। টাকা না পেয়ে সে নিজ ঘরের আড়ায় গামছা বেঁধে গলায় ফাঁস নেন। তার কোন খোজ খরব না পেয়ে ঘরে ডাকতে গিয়ে দেখতে পায় সে ঘরের আড়ার সাথে ঝুলছে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব- কুমার নাথ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে লাশের ময়না তদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে।