বিয়াই বাড়ি থেকে দাওয়াত থেকে বাড়ি ফেরা হলো না বৃদ্ধ আকুব্বর হোসেনের
ঈদের দিন বিয়াই বাড়ি থেকে দাওয়াত থেকে বাড়ি ফেরা হলো না বৃদ্ধ আকুব্বর হোসেনের। ছেলে ও দুই নাতির সামনেই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে তিনি মৃত্যু বরণ করেন। ঈদের বিকাল সাড়ে ৪টার দিকে হারদী ইউনিয়নের উদয়পুর মাঠে এ ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার হারদী ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের মৃত খেদ আলীর ছেলে আকুব্বর হোসেন(৭০) ছেলের মোটর সাইকেলে দুই নাতিকে সাথে নিয়ে বিয়াই বাড়ি আঠারোখাদা গ্রামে দাওয়াত থেকে যায়। বিকালে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে উদয়পুর গ্রামের মাঠে পৌছালে ব্রেক দিতেই স্লিপ করে মোটরসাইকেলের পিছন থেকে বৃদ্ধ আকুব্বর হোসেন পড়ে যায়। এসময় একটি দ্রুতগামী ট্রাক বৃদ্ধ আকুব্বর হোসেনকে চাপা দেয়। ছেলে ও দুই নাতির সামনেই বৃদ্ধ আকুব্বর হোসেন ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। এ সংবাদ বাড়িতে পৌছানো মাত্রই পরিবারসহ আত্মীয় স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। ঘটনার দিন রাতেই বৃদ্ধ আকুব্বর হোসেনের লাশ দাফন করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ ঘটনা সত্যতা স্বীকার করেছেন।