আলমডাঙ্গা ফেন্ডস্ ক্লাবের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ২০২৩ উপলক্ষে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত
আলমডাঙ্গা ফেন্ডস্ ক্লাবের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ২০২৩ উপলক্ষে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই শনিবার সকাল ১১টায় র্যালি, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সন্ধ্যায় পান্না কউিনিটি সেন্টার(টকিজ হলে) সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফ্রেন্ডস্ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ।
বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, আলমডাঙ্গা ৮৬ ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার কাওছার আলী, বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, ব্যারিষ্টার ফিরোজ হাসান।
ফ্রেন্ডস্ ক্লাবের সদস্য হাফিজুর রহমান জীবন ও শাহিন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য আবুল কামাল আজাদ, অ্যাড. সিরাজুল ইসলাম লাল্টু, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, সাবেক কাউন্সিলর আলী আজগর সাচ্চু, কাজী রবিউল ইসলাম, আনিসুর রহমান মিন্টু, শেখ মহন, প্রভাষক শরিফুল ইসলাম, মিজানুর রহমান মিজা, এসকে দুলু, আশরাফুল হক শামীম, ফেন্ডস্ ক্লাবের সদস্য মীর আসাদুজ্জামান উজ¦ল, হাসান রেজা মুন্না, শেখ ওবাইদুল্লাহ জুয়েল, মনির, ইঞ্জিনিয়ার কাজল, সানি প্রমুখ।