৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৯৬ হাজার টাকা মূল্যে গরু বিক্রি করে টাকার পরিবর্তে এক বান্ডিল সাদা কাগজ নিয়ে বাড়ি ফিরলেন বিক্রেতা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২২, ২০২৩
163
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

৯৬ হাজার টাকা মূল্যে গরু বিক্রি করে টাকার পরিবর্তে এক বান্ডিল সাদা কাগজ নিয়ে বাড়ি ফিরলেন আলমডাঙ্গার পাইকপাড়ার কৃষক সানোয়ার হোসেন। ২১ জুন বুধবার আলমডাঙ্গা পশুহাটে বিক্রির জন্য কৃষক সানোয়ার হোসেন দুই বছর ধরে কষ্টে সৃষ্টে পালিত গরুটি নিয়ে যান। এক পর্যায়ে কুষ্টিয়া অঞ্চলের এক ক্রেতা গরুটি কেনার আগ্রহ দেখিয়ে দরদাম শুরু করেন। শেষ পর্যন্ত ৯৬ হাজার টাকায় দরদাম স্থির হয়।


আল্লাহর দান হোটের সামনে টাকা লেনদেন করা হয়। ক্রেতা প্রথমে টাকা গুণে সানোয়ার হোসেনের হাতে দেন। পরক্ষণে আরেক বার ভালোভাবে টাকা গুণে দেওয়ার কথা বলে ক্রেতা আবার টাকার বান্ডিল নিয়ে নেন। টাকা গুণার অভিনয়ের এক ফাঁকে নতুন আরেকটি বান্ডিল বিক্রেতার পকেটে ঢুকিয়ে দিয়ে বলেন, " ঠিক আছে।"


সহজ সরল প্রকৃতির কৃষক সানোয়ার হোসেন টাকা নিজে গুণে নেননি। ওইভাবেই বাড়ি ফেরেন। বাড়ি ফিরে টাকা গুণতে গিয়ে চোখ ছানাবড়া! উপরে একটা মাত্র এক হাজার টাকার নোট। ভেতরে টাকার সাইজ করে কাটা সাদা কাগজের বান্ডিল।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, তিনি এ ধরণের কোন অভিযো পাননি। না গুণে সাদা কাগজের বান্ডিল নিয়ে বাড়ি ফেরার ঘটনা বিশ্বাসযোগ্য নয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram