আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যালেটসহ ২ জন আটক
আলমডাঙ্গা ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে। ২১ জুন বুধবার দুপুরে বলিয়ারপুর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে ৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে।
জানাগেছে, উপজেলার নাগদাহ গ্রামের ফিল্ডপাড়ার ওয়াদুদ বিশ^াসের ছেলে সজিব বিশ্বাস (২৪) এবং পাশের গ্রাম
বলিয়ারপুর ঘোষপাড়ার মুজিবর রহমানের ছেলে ঝন্টু সরদার(৩৭) দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে। তারা বিভিন্ন জায়গা থেকে ট্যাপেন্টাডল কিনে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে।
বুধবার ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই তারিফুজ্জামান ও এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বলিয়ারপুর বাজারে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে বাজারের রাকিবুলের মুদিদোকানের সামনে থেকে তারা দুজন পালালোর চেষ্টা করে।
পরে পুলিশ তাদেরকে আটক করে। আটকের পর তাদের নিকট থেকে ৫৯পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।