আলমডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু
আলমডাঙ্গা মাঠে পাট ক্ষেতে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে আব্দুল গাফফার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ১৪ জুন বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে রংপুর মাঠে পাট ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে যুবক আব্দুল গাফফার আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন।
নিহত আব্দুল গাফফার(২৭) আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ানের আলিয়াটনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ানের ৯নং ওয়ার্ডের মেম্বার শাহাবুল ইসলাম বলেন, বুধবার বিকালে আব্দুল গাফফার ও হালিম মিলে কমলাপুর গ্রামের রবগুলের পাট ক্ষেত নিড়াতে যায় শ্রমিক হিসাবে। মাঠে কাজ করার এক পর্যায়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে দুই জন মাঠ থেকে যাত্রী ছাউনিতে চলে আসার সময় বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল গাফফার। তাকে মাঠের অন্য কৃষকরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। যুবকের মরদেহ সন্ধ্যায় হাসপাতাল থেকে নিজ বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।