১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ১, ২০২৩
129
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমনিারে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসাইন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক শরিয়ত উল্লাহ।

এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন ৭০“র অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল , উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার বখতিয়ার উদ্দিন, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, তথ্য কর্মকর্তা সিগ্ধা দাস, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আব্দুস সালাম, উপসহকারি মেডিকেল অফিসার ডা. মনজুরুল হক বেলু, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, ইউপি সচিব আব্দুস সামাদ, জেলা রোভা স্কাউটের এমদাদ হোসেন, স্কাউটের তন্ময় কুমার অপু প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram