৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা পাইলট মাধ‌্যমিক বা‌লিকা বিদ‌্যাল‌য়ে ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির নির্বাচন অনু‌ষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২৬, ২০২৩
100
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

দীর্ঘ বছর পর আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৫ বৃহস্পতিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট দানের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট চলে বিকেল ৪ টা পর্যন্ত।


জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে (অভিভাবক) ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। গত ২১ মে প্রতিদ্ব›দ্বী প্রার্থী নুরুল ইসলাম নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নেন। এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মো. শরীফুল ইসলাম ৩৭৮ ভোট পেয়ে প্রথম হন। ৩৬৪ ভোট পেয়ে দ্বিতীয় হন মেহেদি হাসান। ২৭০ ভোট পেয়ে তৃতীয় হন আ.ক.ম রাসেল পারভেজ রাজু ও ২৪৫ ভোট পেয়ে চতুর্থ হন সোহেল রানা শাহীন। এছাড়াও সাইফুল ইসলাম পেয়েছেন ২৩৫ ভোট।

উল্লেখ্য, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবকদের মোট ভোটার সংখ্যা ১২৪২ জন। ভোট পোল হয়েছে ৬২৪ ভোট। নির্বাচনে প্রত্যেক ভোটার ৪টি করে ভোট দিতে পেরেছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram