আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের সাথে গার্মেন্টস মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন গার্মেন্টস মালিক সমিতির নেতৃবৃন্দ। ১৭ মে বুধবার দুপুরে গার্মেন্টস মালিক সমিতির সদস্যরা আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের অফিসে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন। চুয়াডাঙ্গা জেলার ৫ থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ায় অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথকে ফুলেল শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাতকালে অফিসার ইনচার্জ বলেন, আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতি ব্যবসায়ী সংগঠনের মধ্যে অন্যতম। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে কয়েকশ কর্মচারী কাজ করে। আপনারা লক্ষ্য রাখবেন কোন কর্মচারী মাদকের দিকে পা বাড়াচ্ছে কিনা। মাদকাসক্ত কর্মচারী আপনার ব্যবসা প্রতিষ্ঠান ধংস করে দিবে। কোন কর্মচারী মাদকাসক্ত হলে তার বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা নিবেন। পর্যায়ক্রমে আপনারা ব্যবসা প্রতিষ্ঠানের পাহারাদারদের তদারকি করবেন।
সৌজন্য সাক্ষাত কালে উপস্থিত ছিলেন গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ বাবলু, সাধারন সম্পাদক কামরুল হক রনি, সহসধারন সম্পাদক হাবিবুর রহমান রুবেল, কোষাধ্যক্ষ শফিউল হাসান মিলন, কার্যকরি সদস্য রকিবুল ইসলাম রিয়েল, তন্ময় কুমার অপু প্রমুখ।