তীব্র গরমে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন-এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা বধ্যভূমির উন্নয়ন কাজের পরিদর্শন শেষে তীব্র গরমে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ১১ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিনি বধ্যভূমির সেডে নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, প্রচন্ড দাবদহ চলছে। সবাইকে সর্তকতার সাথে চলাফেরা করতে হবে। খুব বেশি প্রয়োজন ছাড়া বৃদ্ধ ও শিশুদের দিনের বেলা বিশেষ করে দুপুরে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। অতি গরমে ডায়রিয়াসহ কিছু শারীরিক সমস্যায় দেরি না করে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। আসন্ন ঘুর্ণিঝড় মোকা সম্পর্কে সচেতন থাকতে হবে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুর রহমান পিন্টু, রাজাবুল হক মনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড, সালমুন আহাম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আশিকুজ্জামান ওল্টু, জেলা পরিষদের সদস্য মজনুর রহমান জান্টু, সাবেক সদস্য মিজানুর রহমান,
কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক সোহেল রানা শাহিন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ নেতা নাহিদ হাসান তমাল, গোলাম সরোয়ার শামীম, আলম হোসেন, টিটন, সুর”জ, সাগর, যুবলীগ নেতা আসাদুজ্জামান টুটুল, আবু সায়েম রিপন, সৈকত খান, মিরাজুল ইসলাম রঞ্জু প্রমুখ।