৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতায় ৩টি ই‌ভে‌ন্টে আলমডাঙ্গা ক‌লেজের শিক্ষার্থীরা ১ম স্থা‌ন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ৩, ২০২৩
136
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা ২০২৩“র জেলা পর্যায় অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় কলেজ পর্যায়ে প্রতিযোগীতার ৫টি ইভেন্টের মধ্যে আলমডাঙ্গা সরকারি কলেজর শিক্ষার্থীরা তিনটি ইভেন্টে ১ম স্থান অধিকার করে প্রতিযোগীতায় বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। ২ মে মঙ্গলবার চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (র্শিক্ষা ও আইসিটি) মো: কবীর হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে আলমডাঙ্গা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেনীর ছাত্রী নানজিবা রাইসা সিনথিয়া বাংলাদেশ স্টাডিজ ইভেন্টে প্রথম হয়েছে। একই বিভাগের দ্বাদশ শ্রেনীর ছাত্র শেখ আল আমিন গণিত ও কম্পিউটার ইভেন্টে প্রথম হয়েছে। কলেজের বাণিজ্য বিভাগের একাদশ শ্রেনীর ছাত্র জুুুুুুুুুুুুুুুুয়েল রানা বাংলাদেশ স্টাডিস ও মুক্তিযুদ্ধ ইভেন্টে প্রথম হয়েছে। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতার ৫ ইভেন্টে অংশ গ্রহন করে ৩ টি ইভেন্টে প্রথম হয়ে আলমডাঙ্গায় ফিরলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ও আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনয়েম শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram