আলমডাঙ্গা জাকজমকপূর্ণ নানা আয়োজনে ঐতিহাসিক মহান মে দিবস ২০২৩ পালিত
আলমডাঙ্গা জাকজমকপূর্ণ নানা আয়োজনে ঐতিহাসিক মহান মে দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৮টায় চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক, পরিবহণ, ট্যাংক, কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখা কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ শ্রমিক ইউনিয়ন(৫৯৫)“র আলমডাঙ্গা শাখা ও চুয়াডাঙ্গা আন্ত-জেলা ট্রাক, ট্রাংক লড়ী, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন(১৮৯৫) খুলনার আয়োজনে র্যালি পরবর্তি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক মহান মে দিবস পালনে সকল সহযোগীতা করেন আলমডাঙ্গা আঞ্চলিক মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক সেকেন্দার আলী।
আলোচনা সভায় শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও আন্ত:জেলা ট্রাক, ট্রাংক লড়ী শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সভাপতি আব্দুল মালেকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সাধারন আলা উদ্দিন, সহসভাপতি আব্দুল কুদ্দুস, আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, সাঈদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজজাফর হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক আদর, কোষাধ্যক্ষ সাহাবুল ইসলাম, আন্ত:জেলা ট্রাক, ট্রাংক লড়ী শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম লিটন, সহসভাপতি ইছাহক আলী, শহিদুল ইসলাম ইপি, মিলন আলী, যুগ্ম সম্পাদক সেন্টু মিয়া, সাইদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজু, প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সদস্য কিপাতুল্লাহ বাবা, আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম, রবিউল ইসলাম, সদস্য স্বপন আলী, আব্দুল হান্নান, রুবেল ইসলাম ভুলা, হাসান আলী প্রমুখ। বাদ আছর বাস টার্মিনালে প্রয়াত শ্রমিক ভাইদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।