আলমডাঙ্গায় অবৈধ স্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বারের ধাক্কায় বৃদ্ধ নিহত: আহত একই পরিবারের ৪ জন
আলমডাঙ্গায় অবৈধ স্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বারের ধাক্কায় ব্যাটারি ইজিবাইক উল্টে ছানোয়ার হোসেন নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছে একই পরিবারের ৪জন।
নিহত বৃদ্ধ সানোয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
২৮ এপ্রিল বিকেলে চুয়াডাঙ্গা -কুষ্টিয়া আন্তঃজেলা সড়কের কালিদাসপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের নামক মাঠে এ ঘটনা ঘটে। আহত চার জনের মধ্যে দুজন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে আর দুজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
পরিবার সুত্রেজানা যায়, নিহত বৃদ্ধ সানোয়ার হোসেন ২৮ এপ্রিল সকালে বৌমা, নাতি-নাতনীদের নিয়ে ভাতিজার ইজিবাইকে কুষ্টিয়া কুমারখালী গিয়েছিলেন ভাইয়ের মেয়ের শ্বশুরবাড়ি নিমন্ত্রণ খেতে। দুপুরে খাওয়া-দাওয়ার পর বাড়ি ফিরে আসছিলেন। বিকেলে তাদের ইজিবাইক বাড়ির কাছাকাছি নওদাপাড়া নামক স্থানে পৌঁছলে সামনে থেকে বেপরোয়া গতিতে ছুটে যাওয়া স্যালো চালিত লাটাহাম্বারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক রোডের উপর উল্টে গিয়ে বৃদ্ধ সানোয়ার হোসেন (৭০) রক্তাক্ত জখম হন। অজ্ঞান অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় আহত হয়েছেন নিহত সানোয়ার হোসেনের ছেলে মজনুর স্ত্রী ফরিদা খাতুন(৪০), মজনুর ছেলে সাধন(১০) ও মেয়ে বিউটি খাতুন(২০), ইজিবাইক চালক আসাননগর গ্রামের আকমাল হোসেনের ছেলে রেফাউল হক(৪৫)। প্রাথমিক চিকিৎসা নিয়ে আহত ফরিদা ও ইজিবাইক চালক রেফাউল বাড়ি ফিরলেও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ছানোয়ারের নাতি ছেলে সাধন ওনাতনি বিউটি। ঘাতক চালক কামালপুর গ্রামের মজিবার রহমানের ছেলে রাকিব বলে জানা যায়। সে পালিয়ে গেলেও লাটাহাম্বারটিকে পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান ঘটনাস্থল থেকে লাটাহাম্বার উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
নিহত সানোয়ার হোসেনের ৭ সন্তান। এ রিপোর্ট লেখাবধি ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে পৌঁছেনি।