আলমডাঙ্গায় চোলাই মদসহ মাদক কারবারি আটক
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ১৬, ২০২৩
121
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গার টাকপাড়া গ্রাম থেকে ৫ লিটার চোলাই মদসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ১৫ এপ্রিল শনিবার বেলা ১১ টায় আইলহাঁস ইউনিয়নের টাকপাড়া গ্রাম থেকে তাকে আটক করে।
আটকৃত ব্যাক্তি হলেন- ইউনিয়নের টাকপাড়া গ্রামের মৃত কছিমদ্দিনের ছেলে আতিয়ার রহমান (৩৭)।
সূত্রে জানাযায়, উপজেলার আইলহাঁস ইউনিয়নের টাকপাড়া গ্রামের আতিয়ার রহমান দীর্ঘদিন যাবৎ চোলাই মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ইউনিয়ন জুড়ে মদের খুচরা বিক্রয়ের কারণে নেশাগ্রস্তের সংখ্যাও ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
এমন ঘটনার তথ্য পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান পরিচালনা করে। এসময় আতিয়ারের বাড়ি থেকে ৫ লিটার চোলাই মদসহ আটক করে। শনিবার আতিয়ারের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
সর্বশেষ খবর