আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জকুর মৃত্যুর ১ মাস পর ছেলে লিমনের মৃত্যুতে শোকাহত আলমডাঙ্গাবাসি
আলমডাঙ্গায় পিতার মৃত্যুর ১ মাস পর ছেলের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে আলমডাঙ্গাবাসি। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মরহুম শেখ নুর মোহাম্মদ জকুর মৃত্যুর ১ মাস পর তাঁর মেজ ছেলে লিমন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি--- রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। ১৫ এপ্রিল শনিবার লিমন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নেয়া হচ্ছিল। ঢাকার পথে সাভারের কাছে গতকাল বিকেলে তার মৃত্যু হয়। লিমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ আলমডাঙ্গা শহরে শোকের ছায়া নেমে আসে।
জানাগেছে, আলমডাঙ্গা মাদ্রাসাপাড়ার বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ নুর মোহাম্মদ জকুর মেজো ছেলে শেখ এনামুল হক লিমন(৩৯)। দীর্ঘদিন প্রবাসী হিসেবে কোরিয়ায় ছিলেন। বিদেশ থেকে বাড়ি এসে এলাকায় কয়েকটি খামার প্রজেক্ট গড়ে তুলেছেন তিনি। সারাদিন তিনি খামারের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। বেশ কিছুদিন ধরে তিনি পেটের ব্যথায় ভুগছিলেন। গত ১৪ এপ্রিল পেটের তীব্র ব্যথায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। গতকাল ঢাকায় যাওয়ার পথে সাভার পৌছলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এর ১ মাস আগে আলমডাঙ্গার সুপিরিত মুখ বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জকু মৃত্যুবরন করেন। সেই শোকে পরিবারে শোকের মাতম চলছিল। শোকের এই মাতমের মধ্যে লিমনের মৃত্যু পুরো পরিবার ম্যূহমান হয়ে উঠেছে।
আজ সকাল ৯ টার দিকে আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা ময়দানে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হবে।