আলমডাঙ্গার কুটিপাইকপাড়ায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ১৩, ২০২৩
73
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গার ঘোলদাড়ি কুটি-পাইকপাড়ায় পারিবারিক কলহের জের ধরে বাচ্চু ওরফে কালু বিশ্বাস নামের এক যুবক আত্মহত্যা করেছে। ১২ এপ্রিল বুধবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে আম গাছে গলাঁয় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে।
মৃত কালু বিশ্বাস কুটিপাইকপাড়া গ্রামের হাসান বিশ্বাসের ছেলে।
জানাগেছে, উপজেলার আইলহাঁস ইউনিয়নের কুটি-পাইকপাড়ার গ্রামের হাসান বিশ্বাসের ছেলে হাসান। দীর্ঘদিন পারিবারিক কলহের জের চলে আসছিলো। গতকাল বুধবার দুপুরে পরিবারের উপর অভিমান করে নিজ বাড়ি থেকে পাশের আম বাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেস্টা করে। পরিবারের লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
লাশ পুলিশ সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেছে। বর্তমানে তার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে আছে।
সর্বশেষ খবর