পল্লী বিদ্যুৎ সমিতির হাটবোয়ালিয়া সাব জোনাল অফিসের ইফতার মাহফিল
হাটবোয়ালিয়া প্রতিনিধিঃ আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় অবস্থিত মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির হাটবোয়ালিয়া সাব জোনাল অফিসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১এপ্রিল মঙ্গলবার সন্ধ্যার দিকে হাটবোয়ালিয়া সাব জোনাল অফিসের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি তুষার আহম্মেদ, সচিব ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হাজী জিনারুল ইসলাম বিশ্বাস, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক রেজাউল করিম, ফয়জুল্লাহ হক, শফিকুল আজম, শহিদুজ্জামান, রিয়াজ উদ্দিন আহমেদ,এজি এম (এইচ আর) জাকির হোসেন,আবু হানিফ, শহিদুল ইসলাম(এল টি), সোহানুর রহমান, সহকারী ইঞ্জিনিয়ার আরজ আলী, মিরাজুল ইসলাম, ইমরান হোসেন প্রমুখ।