আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে। ১১ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া বাস স্টান্ড মোড়ে কালিদাসপুর এ সকল ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য না ঝুলানো, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখাসহ নানা অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর মোড়ে কুষ্টিয়া বাস স্টান্ডের বেশ কয়েকটি দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।
অভিযানে মেসার্স টিটু এন্টারপ্রাইজে মেয়াদোত্তীর্ণ পন্য রাখা, পণ্যের মূল্য তালিকা না টাংঙানোর অপরাধে মালিক এনামুল হক টিটুকে ৩ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে কাজল ট্রেডার্সের মালিক কাজল আলীকে ৪ হাজার টাকা জরিমানা করেন।
একই স্থানে মুল্য তালিকা না টাংঙানো অপরাধে রিয়ান স্টোরের মালিক সাহাবুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে রকি ষ্টোরের মালিক রকিকে ২ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।