আলমডাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
আলমডাঙ্গার বড়গাংনী তদন্ত কেন্দ্র পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ সাহেবপুর গ্রামের মাদক ব্যবসায়ী হাফিজুর রহমানকে আটক করেছে। ১১ এপ্রিল মঙ্গলবার বিকালে শালিকা গ্রাম থেকে ইয়াবা বিক্রয়কালে তাকে আটক করা হয়।
জানাগেছে, উপজেলার সাহেবপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে হাফিজুর রহমান (৩০) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ইয়াবা ব্যবসা করে। হাফিজুর বাইরে থেকে ইয়াবা কিনে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে বেড়ায়। ১১ এপ্রিল মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বড় গাংনী তদন্ত কেন্দ্রের এএসআই বাদশা আলমগীর গোপন সংবাদের ভিত্তিতে শালিকা গ্রামে অভিযান চালায়।
পুলিশ শালিকা গ্রামের ইনতাদুলের দোকানের নিকট পৌছালে হাফিজুর পালিয়ে যাওয়া চেষ্টা করে। এসময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদের এপর্যায়ে সে ইয়াবা বিক্রয়ের কথা স্বীকার করে। পরে তার নিকট থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।