আলমডাঙ্গায় দুই পানির পাম্প চোর আটক
আলমডাঙ্গায় বাসা বাড়িতে পানি উঠানো চোরাই মটরসহ বাদেমাজু গ্রামের সিরাহানকে আটক করেছে। ১১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় শ্যামপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসি।
জানাগেছে, উপজেলার বাদেমাজু গ্রামের আতিয়ার রহমান খলিফার ছেলে সিরাহান(৩০) পাখিভ্যান চালানোর আড়ালে সুযোগ সন্ধানী চোর। বেশ কিছুদিন ধরে আলমডাঙ্গা শহরের বাসাবাড়ি, নির্মানাধীন বাড়ির মালামাল চুরি বৃদ্ধি পেয়ে। ১১ এপ্রিল সন্ধ্যায় শ্যামপুর গ্রামের ঠান্ডু মন্ডলের ছেলে মিল্টন আলীর বাড়ি থেকে একটি পানি উঠানো মটর চুরি হয়।
ইফতারির ঠিক আগ মুহুর্তে মটরের সুইচ দিতে গিয়ে দেখতে পায় মটর নেই। খোঁজাখুজি করতে গিয়ে দেখতে পায় একটি পাখিভ্যান যোগ মোটরটি নিয়ে যায়। এসময় এলাকাবাসি তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। এরপর আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আরেক চোর কুষ্টিয়া ভেড়ামারা ষ্টেশনপাড়ার নজরুল ইসলামের ছেলে মিজানুর রহমানকে আটক করে। এবিষয়ে মিল্টন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে।