আলমডাঙ্গায় মাদকসহ ৪ জন আটক
আলমডাঙ্গা থানা পুলিশ ও মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করেছে। ৯ এপ্রিল রবিবার রাতে বেলগাছি গ্রামে ও মুন্সিগঞ্জ দক্ষিণ গোবিন্দপুর গ্রাম থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, উপজেলা বেলগাছি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বজলুর রহমান(৫২) দোকানে ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছিল। ৯ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তার দোকানের ক্যাশ বাক্স তল্লাশি করে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
অপরদিকে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের এসআই তাপস সরকার ও এএসআই ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা টু মুন্সিগঞ্জ রোডস্থ দক্ষিণ গোবিন্দপুর গ্রামে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মৃত আলী আকবারের ছেলে আবু সাঈদ মল্লিক(৫২), একই গ্রামের মৃক কিয়াম উদ্দিনের ছেলে লিটন হোসেন(৩৮) ও আসাদুল হকের ছেলে সোহেল রানা(৩২) পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ক্যাম্প পুলিশের সন্দেহ হলে তাদেরকে আটক করে। আটকের পর তাদেরকে তল্লাশি করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।