আলমডাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও পল্লি চিকিৎসক
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ১০, ২০২৩
72
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গার নওদাদুর্গাপুর গ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে ইলিয়াস নামের এক গ্রাম্য চিকিৎসক। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
এলাকাসূত্রে জানা যায়, আলমডাঙ্গার কুমারি ইউনিয়নের নওদা-দুর্গাপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ইলিয়াস হোসেন। তিনি পেশায় একজন গ্রাম্য চিকিৎসক। তার একটা শিশু সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে।
দীর্ঘদিন যাবৎ প্রবাসীর স্ত্রীর বাড়ির সামনে ঔষধের দোকান দিয়ে সে চিকিৎসা করে আসছে। গত কয়েক মাস যাবৎ একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে ইলিয়াস । এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার সকালে পরকীয়া প্রেমিকাকে নিয়ে ইলিয়াস অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।