সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ“র আলমডাঙ্গা কার্যালয়ের পলিসি গ্রাহকদের মেয়াদোত্তর বীমাদাবির চেক হস্তান্তর
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড আলমডাঙ্গা কার্যালয়ের ২০ জন পলিসি গ্রাহকদের মেয়াদোত্তর বীমাদাবির চেক হস্তান্তর করা হয়েছে। ৯ এপ্রিল রবিবার বিকালে আলমডাঙ্গা স্টেশন সড়কে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড আলমডাঙ্গা কার্যালয়ে মেয়াদোত্তর বীমাদাবির চেক গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়।
পারআলমডাঙ্গা (আসাননগর), ফরিদপুর, নওদাবন্ডবিল, দুর্গাপুর গ্রামের এ সকল গ্রাহকরা তাদের মেয়াদোত্তর বীমাদাবির চেক গ্রহন করেন। চেক হস্তান্তর করেন কুষ্টিয়া আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির উদ্দিন, এজিএম হামিদুল ইসলাম, আলমডাঙ্গা ব্রাঞ্চের ম্যানেজার আহসান হাবীব মাস্টার, ইউনিট ম্যানেজার মিলন হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পলিসি গ্রাহক আকুল আলী, নিলুফা খাতুন, রুস্তম আলী, মমতাজ আলী, ইসমাঈল, জাননার আলী, আব্দুল রাজ্জাক, সদর আলী, কুলসুম আলী, ঠান্ডু, পিন্টু, মহির উদ্দিন, রবিউল প্রমুখ।