পরিবারের স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়া গিয়ে লাশ হলেন আলমডাঙ্গা শেখপাড়ার মিলন
পরিবারের স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়া গিয়ে ৩ মাসের মাথায় লাশ হলেন আলমডাঙ্গার শেখপাড়া গ্রামের মিলন ইসলাম নামের এক যুবক। ৬ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ২টার দিকে ইলেকট্রিক মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুত স্পৃষ্টে মিলন আহত হয়। তাকে উদ্ধার করে হাসপালাতে নিলে ডাক্তার মৃত বলে ঘোষনা করে বলে জানা যায়।
জানা গেছে, আলমডাঙ্গার হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে মিলন ইসলাম (২২) পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ৩ মাস আগে মালয়েশিয়া যায়। মিলন ৩ ভাইবোনের ছোট। মালয়েশিয়ার রাওয়ান শহরের টুইং সাইকেল নামের একটি ইলেকট্রনিক্স কোম্পানীতে সে করছিলেন। ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরের দিকে মিলন ইলেকট্রিক মেশিনের সুইচ অন করতে যায়। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক আহত হয় মিলন। কোম্পানির অন্যান্য শ্রমিকরা তাকে রাওয়ান শহরের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে গ্রামে এ সংবাদ পৌছালে মিলনের স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে।
ইউপি সদস্য সাইদুর রহমান জানান, মিলন ইসলাস ৩ ভাইবোনের ছোট। গত প্রায় ৩ মাস আগে মালয়েশিয়া যায়। সেখানে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে আহত হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষনা করে। বাড়িতে সংবাদ আসলে পরিবারের আহাজারিতে গ্রামের সবাই জানতে পারে।