আলমডাঙ্গায় ছিচকে চোর আটক
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ৭, ২০২৩
72
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা পৌরসভার এ টিম মাঠ সংলগ্ন এলাকা থেকে গোবিন্দপুর গ্রামের ছিচকে চোর হৃদয়কে আটক করেছে। ৫ এপ্রিল বুধবার রাত পৌনে ১২টার দিকে চোরাই মালামাল পুরাতন হাড়ি কড়াইসহ তাকে এলাকাবাসি আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
জানা গেছে, আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের ওল্টু মিয়ার ছেলে হৃদয় (২১)বুধবার রাত পৌনে ১২ টার দিকে ৯পিচ ছোট বড় লোহার রড, ১টি পুরাতন লোহার কড়াই, ১ টি পুরাতন লোহার বালতি, ১টি পুরাতন সিলভারের পানির কলস,১ টি পুরাতন হাড়ি নিয়ে বেচাকেনা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ঘটনান্থলে উপস্থিত হলে অজ্ঞাত কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও ধরা পড়ে হৃদয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।