আলমডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে আলমডাঙ্গা কাঠ ব্যবসায়ীদের সৌজন্য সাক্ষাত
আলমডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের সাথে আলমডাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতির সদস্যদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল বুধবার সকাল ১১ টায় আলমডাঙ্গা থানায় ওসির অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কাঠ ব্যবসায়ী সমিতির উপদেষ্ঠা মেহেদিজ্জামান মিঠু, সভাপতি আশাদুল হক ডিটু, সাধারন সম্পাদক দেলোয়ার মোল্লা, সহসভাপতি নিয়ামত আলী, যুগ্ম সম্পাদ সোহেল, ক্যাশিয়ার আব্দুল মজিদ, ব্যবসায়ী আজিবার, ঝন্টু।
মতবিনিময়কালে নবাগত অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, আপনাদের বৃহত্তর এই উপজেলার সকল ব্যবসায়ীরা সরকারি বিধি নিষেধ মেনে চলবেন। আপনাদের থানার এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আপনারা সহ সাধারন মানুষের সহযোগিতা প্রয়োজন। আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে ও মাদক নির্মূল করতে আপনারা তথ্য দিয়ে সহয়তা করবেন।