১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক সমাজকে সাথে নিয়ে আলমডাঙ্গাকে আদর্শ থানা হিসেবে গড়ে তুলতে চায়- আলমডাঙ্গা থানার ওসি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ৩, ২০২৩
111
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের সাথে আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল সোমবার সকাল ১১ টায় আলমডাঙ্গা থানায় ওসির অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে আলমডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বলেন, আলমডাঙ্গা উপজেলায় উল্লেখযোগ্য সংখ্যক বাউলের বসবাস। তাদের গাঁজা সেবনের ঐতিহ্য রয়েছে। তাদেরকে বাদ দিলেও অনেক কিশোর যুবক মাদকাসক্তিতে আসক্ত। পুরো উপজেলা জুড়ে মাদকের ভয়াল থাবা। এছাড়া, গরু চুরি, মোটর সাইকেল চুরির সঙ্ঘবদ্ধ চোর চক্র রয়েছে। সেচযন্ত্র চুরির ঘটনাও ঘটে থাকে। আমরা এ সবের বিরুদ্ধে পুলিশের পাশে থাকতে চায়। আলমডাঙ্গা আরও বেশি বাসযোগ্য হয়ে উঠুক আপনার নেতৃত্বে। এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সাংবাদিকরা আরও বলেন, যাদের স্থানীয় পত্রিকায় কাজ করতে হয়, একই দিনে তাদের অনেকগুলি নিউজ করতে হয়। সেক্ষেত্রে কিছু ভুলত্রুটি খুব স্বাভাবিক। অনেক সময় পুলিশের সাথেও কিছুটা অনৈক্যের সম্পর্কে ঘটে। এ ক্ষেত্রে নতুন করে সেতু বন্ধনের দায়িত্ব ওসির উপর বর্তায়। এ দায়িত্ব আপনি (ওসি) সুচারুরুপে পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।


নবাগত অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশিরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে। সাংবাদিক সমাজকে সাথে নিয়ে আলমডাঙ্গাকে আদর্শ থানা হিসেবে গড়ে তুলতে চায়। দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের সুনাম আরও উচ্চকিত করতে চায়।


এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি রহমান মুকুল, যুগ্ন-সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, নাসির উদ্দীন, তানভির সোহেল, নাহিদ হাসান, রানা মাহমুদ, দেলোয়ার হোসেন প্রমূখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram