আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটক
আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে। ২ এপ্রিল রবিবার সন্ধ্যায় শহরের পুরাতন অগ্রণী ব্যাংকের গলির সন্তোষের লন্ডির দোকানের সামনে থেকে ২ জনকে ৪০ পিস ও পাঁচলিয়া গ্রাম থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর গ্রামের দক্ষিনপাড়ার বজলুর রহমানের ছেলে মেহেদী হাসান(৩৭) ও আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর মক্তবপাড়ার আবুল কাসেমের ছেলে মঞ্জুরুল ইসলাম(৩৮)কে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের দায়ে আটক করেছে। ২ এপ্রিল রবিবার শহরের হলুদ পট্টি থেকে ক্যানেলপাড়ার রাস্তার সন্তোষের লন্ডির দোকানের সামনে থেকে এসআই সমীর চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকের পর মেহেদী হাসানের নিকট থেকে ২২ পিস ও মঞ্জুরুল ইসলামের নিকট থেকে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
এদিকে জামজামী ক্যাম্প পুলিশের এসআই শরিয়তুল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলিয়া গ্রামে অভিযান চালিয়ে হাসিবুলের কলাবাগানের সামনে থেকে বেলগাছী গ্রামের ওসমান আলীর ছেলে তুষার আলী(২৪) কে আটক করে। আটকের পর তার নিকট থেকে বিক্রয় উদ্দ্যেশে নিজ হেফাজতে রাখা ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। আলমডাঙ্গা থানায় এবিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।