১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বজন শ্রদ্ধেয় শতায়ু আব্দুল ওহাব মিয়ার মৃত্যুতে শোকবিহ্বল আলমডাঙ্গা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ১, ২০২৩
79
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি , সাবেক ইউপি চেয়ারম্যান শতায়ু আব্দুল ওহাব মিয়ার মৃত্যুতে শোকবিহ্বল হয়ে উঠেছে পুরো শহর। শুক্রবার ভোরে তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ---- রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি দীর্ঘ কয়েক বছর বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।


মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


গতকাল রাত ১০ টার দিকে দ্বিতীয় বার জানাযা শেষে নিজ গ্রাম বেলগাছিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমের অন্তিম ইচ্ছেয় মায়ের কবরের পাশে তাঁকে চিরদিনের মত শায়িত করা হয়। এর পূর্বে আলমডাঙ্গা দারুস সালাম প্রাঙ্গণে বাদ আছর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে।
যখন আলমডাঙ্গা শহর বেলগাছি ইউনিয়নভূক্ত ছিল। সেই বৃহত্তর বেলগাছি ইউনিয়নের তিন তিনবারের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন তিনি। শিক্ষিত, সৌম্যশান্ত, গৌরবর্ণের অভিজাত চেহারার আব্দুল ওহাব মিয়া ছিলেন আলমডাঙ্গার ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতিক। আপামর মানুষের কাছে কিংবদন্তীতুল্য জনপ্রিয় নেতা। তিনি ছিলেন আলমডাঙ্গা এলাকার সর্বজন শ্রদ্ধেয় ও মান্য ব্যক্তিত্ব।
তাঁর যৌবনের প্রারম্ভ থেকে জীবনের শেষদিন পর্যন্ত সকল শ্রেণি পেশার মানুষের কাছ থেকে ভালবাসা ও শ্রদ্ধা পেয়েছেন তিনি। এমন শ্রদ্ধা-ভালোবাসার অবিমিশ্র আকাশগঙ্গার আকস্মিক মৃত্যুতে আলমডাঙ্গার মানুষ শোকবিহ্বল হয়ে পড়েন।


সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে চোখে পড়ে শুধু শোকের পান্ডুলিপি।


বর্তমান ভারতের মুর্শিদাবাদের এক অভিজাত পরিবারে জন্ম আব্দুল ওহাব মিয়ার।


'৪৭ এর দেশ বিভাগের সময় তিনি ছিলেন উচ্চ শিক্ষিত, নায়কোচিত চেহারার এক টগবগে যুবক। দুচোখ ভরা দিনবদলের স্বপ্নের ঝিলিক। ছাত্র জীবনে গৃহীত সমাজ পরিবর্তনের শ্লোগান নিয়ে দেশ ত্যাগ করে চলে আসেন নতুন সম্ভাবনার দেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের বেলগাছি গ্রামে। বিনিময়সূত্রে এখানে পেয়ে যান কয়েক শ বিঘা জমিসহ বাড়ি। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। রাজনীতির পুরাতন ভুত মাথায় চাপে পুনরায়। বেলগাছি ইউনিয়নের প্রান্তিক মানুষ লুফে নেন তাকে। অল্প দিনেই তিনি হয়ে উঠেন আলমডাঙ্গা অঞ্চলের সবচে জনপ্রিয় ব্যক্তিত্ব। নতুন জনপদের প্রান্তিক জনগোষ্ঠীকে বুকে টেনে নিয়ে সূচনা করেছিলেন নতুন অভিযাত্রা।


অত্যন্ত ভদ্র ও সৎ ছিলেন। তাঁর সালিশ এলাকায় সততার ও পক্ষপাতহীনতার নজির হয়ে থাকবে। এমন আপনার মানুষের মৃত্যুতে যেন পুরো আলমডাঙ্গা কাঁদছে অঝোরে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।


আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা ময়দানে ১ম জানাযা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদির গনু, সাবেক পৌর মেয়র আলহাজ¦ মীর মহি উদ্দিন, এস সবেদ আলী, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডা সাহাবুদ্দিন আহমেদ সাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, আমিরুল ইসলাম মন্টু, আজিবার রহমান, বিএনপি নেতা শহিদুল কাউনাইন টিলু, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল হক মোল্লা শিপলেন, লিয়াকত আলী লিপু মোল্লা, আমিনুল ইসলাম অপু মোল্লা, ব্যাংকার সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram