চুয়াডাঙ্গায় ট্রাক্টর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহির মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে। আহত একজনকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে দামুড়হুদার কার্পাসডাঙ্গা আরামডাঙ্গা বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের লাশ উদ্ধার করে কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়িতে রাখা আছে।
নিহত মঈনুদ্দিন হোসেন(২৫) দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। আহত হাসিবুল একই গ্রামের বগা মিয়ার ছেলে।
দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহেদ বলেন, শুক্রবার রাতে দুই যুবক মোটরসাইকেল যোগে কার্পাসডাঙ্গা বাজার থেকে ব্যাক্তিগত কাজে মোটরসাইকেল যোগে দামুড়হুদায় আসছিল। পথিমধ্য কার্পাসডাঙ্গা আরামডাঙ্গা বটতলা মোড়ে পৌছালে বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির মাটি বোঝাই একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মঈনুদ্দিন হোসেন মারা যায়। আহত হাসিবুলকে স্থানীয়রা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।