আলমডাঙ্গার বেলগাছি বৈদ্যুতিক সেচযন্ত্র থেকে পানি খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু
বৈদ্যুতিক সেচযন্ত্র থেকে পানি খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের কিশোর শ্রমিক ফিরোজুল ইসলাম লাহাবের। ৩০ মার্চ গ্রামের এক পুকুরে বৈদ্যুতিক সেচযন্ত্র থেকে পানি পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
গ্রামসূত্রে জানা যায়, বেলগাছি গ্রামের দরিদ্র ওহাব আলীর একমাত্র ছেলে ফিরোজুল ইসলাম লাহাব (১৭) দিনমজুরের কাজ করতো। ৩০ মার্চ বৃহস্পতিবার তিনি গ্রামের মাঠে দিনমুজুরের কাজ করছিলেন। দুপুরে প্রচন্ড পানি পিপাসা পেলে তিনি পাশের পুকুরের বৈদ্যুতিক সেচযন্ত্র থেকে পানি খেতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে ছিটকে পড়ে লাহাব। উপস্থিত অন্যান্যরা তাকে পানি থেকে উদ্ধার করেন। পরে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে সে মারা যায়।
পরে মাগরিব গ্রামের গোরস্থানে জানাযা শেষে লাশ দাফন করা হয়েছে। কর্মক্ষম একমাত্র সন্তানের আকস্মিক মৃতু্যুতে শোকে পাগল প্রায় মা-বাপ। বাপ-মাসহ আত্মীয় স্বজনের বুকফাটা আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।