আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালিত
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। ২৫ মার্চ সকাল সাড়ে ৮ টায় আলমডাঙ্গা বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন করা হয়। সকাল ৯ টায় বধ্যভূমি হলঘরে '৭১ এর গণহত্যা,মুক্তিযুদ্ধে সকল শহীদ, ১৫ আগস্ট জাতির পিতা ও তার পরিবার, ৩ নভেম্বর জাতীয় ৪ নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, পৌর মেয়র আলহাজ¦ হাসান কাদির গনু, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, ৭০“র অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা প্রমুখ।
একই দিন সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন ৭০“র অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত।