এরশাদপুর একাডেমির বিদায় অনুষ্ঠানে বক্তারা - ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালো মানুষ ও মানবিক হওয়া জরুরী
আলমডাঙ্গার ঐতিহ্যবাহী এরশাদপুর একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বুধবার বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক শামিমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মীর কানজুল আরেফিন, সিনিয়র শিক্ষক রহমান মুকুল, আমজাদ হোসেন, আলেয়া ফেরদৌস, এরশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাজমুর সৈকত , আশিক ইকবাল স্বপন, লিমা খাতুন, সালমা জাহান, আফরোজা খুশি, মহাবুল হক খান, রানা আহমেদ, ইমু।
এ সময় বক্তারা বলেন, ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালো মানুষ হওয়া, মানবিক হওয়া জরুরী। জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি, দর্শন, সাহিত্যে বিশ্বে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য পড়ালেখাকে সাধনা, অধ্যবসায় হিসেবে গ্রহণ করতে হবে।
ধর্মীয় শিক্ষক মিরাজ রবিনের উপস্থাপনায় অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলী পাঠ করে দশম শ্রেণির ছাত্রি নাসরিন আক্তার, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে প্রভা প্রজ্ঞা প্রমুখ। সার্বিক তত্বাবধান করেন বিদ্যালয়ের স্টাফ মিজানুর রহমান, সিরাজুল ইসলাম ও রুমা আক্তার।