মার্সেল ইলেক্ট্রনিক্স'র 'ঘরভর্তি' অফার বিজয়ীর হাতে উপহার সামগ্রী তুলে দিলেন চিত্রনায়ক আমিন খান
দেশীয় কোম্পানী মার্সেল ইলেক্ট্রনিক্স'র 'ঘরভর্তি' অফার বিজয়ীর হাতে উপহার সামগ্রী তুলে দিতে আলমডাঙ্গায় আসেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। তিনি মার্সেল ইলেট্রনিক্সের ব্যান্ড অ্যাম্বাসিডার। ১৮ মার্চ বিকেলে প্রতিষ্ঠানটির আলমডাঙ্গার এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মামুন এন্টারপ্রাইজ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে চিত্রনায়ক আমিন খান গ্রান্ড হাউসফুল ঘরভর্তি অফার বিজয়ী সানোয়ার হোসেনের হাতে ১৮ উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় আমীন খান বলেন, মার্সেল একটি দেশীয় কোম্পানী। এই কোম্পানীতে দেশের হাজার হাজার মানুষ কাজ করে সংসার চালাচ্ছেন। এতে করে মানুষের কর্মসংস্থান হচ্ছে। তিনি সবাইকে দেশীয় কোম্পানী মার্সেলের পণ্য কিনতে অনুরোধ করেন।
এ সময় বক্তব্য রাখেন মার্সেল ইলেক্ট্রোনিক্স কোম্পানীর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর আরিফুল আম্বিয়া, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, কোম্পানীর সেলস ইনচার্জ রুহুল আমীন রুবেল। অনুষ্ঠাটি উপস্থাপনা করেন কোম্পানীর এরিয়া ম্যানেজার রোকনুজ্জামান।
উল্লেখ্য, দেশীয় কোম্পানী মার্সেল ইলেক্ট্রোনিক্স দেশব্যাপী ভোক্তাদের জন্য 'গ্রান্ড হাউজফুল(ঘরভর্তি) অফারের ঘোষনা দেয়। আলমডাঙ্গার হারদী ইউনিয়নের কুঁয়াতলা গ্রামের সানোয়ার হোসেন শহরের রেলব্রীজ সড়কস্থ মামুন এন্টারপ্রাইজ থেকে ৩৯ হাজার ৭শ টাকা দিয়ে একটি ফ্রীজ কিনে ঘরভর্তি অফার বিজয়ী হন। তিনি এই অফারে আড়াই লক্ষ টাকা মূল্যের মার্সেলের আঠারোটি পণ্য জিতে নেন।
মামুন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারি ফারুক হোসেন বলেন, চলমান এই অফারে সারা বাংলাদেশের মধ্যে প্রথম আলমডাঙ্গার সানোয়ার হোসেন বিজয়ী হন। প্রথম বিজয়ী আলমডাঙ্গার মানুষ হওয়ায় তিনি গর্বিত বলে জানান।