সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আলমডাঙ্গায় ছাত্রলীগের কর্মি সভা অনুষ্ঠিত
“ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার‘ স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ” সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আলমডাঙ্গায় ছাত্রলীগের কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ বিকালে পৌরসভার ৫ নং ওয়ার্ডে ছাত্রলীগের আয়োজনে কর্মি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্রলীগ নেতা মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদশা।
বিশেষ অতিথি ছিলেন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক সাইরাজ মেহেদি লাবলু, আওয়ামীলীগ নেতা রুবেল আহমেদ, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগ নেতা রাকিব আহাম্মেদ (রকি), আসিফ ইকবাল(অটল), উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব।
কলেজ ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত জর্জের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগ নেতা পৌর ছাত্রলীগ নেতা সাব্বির রহমান, কলেজ ছাত্রলীগ নেতা পলাশ, শিহাব, আসিফ, জুবায়ের, শোয়েব, ছাত্রলীগ নেতা নোমান, মারুফ, শাহীন, জয়, জামিল, আকাশ, সবুজ, শামীম, একরামুল প্রমুখ। কর্মি সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কেটে দিবসটি পালন করে ছাত্রলীগের নেতাকর্মিরা।