আলমডাঙ্গায় ইউপি নির্বাচনে ইভিএম বিড়ম্বনা
আলমডাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হওয়ায় বিলম্ব হচ্ছে। প্রতি কেন্দ্রে বুথের সামনে দীর্ঘ ভোটারের লাইন। প্রচন্ড বিড়ম্বনা ও ভোগান্তির মধ্যে পড়েছেন ভোটাররা।
ঘড়ির কাঁটা দুপুর একটা ছুই ছুই। বাগুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন আইলহাঁস ইউনিয়নের বাগুন্দা গ্রামের গৃহবধূ সালমা আক্তার। তিনি বলেন, ‘সকাল ৮ টার আগেই লাইনে দাঁড়ায়ছি। ৬ ঘন্টায়ও ভোট দিতে পারি নি। মেশিনে ভোট হচ্ছে বলে দেরি করছে।’
সালমা আক্তারের মতো অনেক ভোটারকে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ৫/৬ ঘন্টা ধরে। কিছু কিছু বুথে একটু তাড়াতাড়ি ভোট দেওয়া যাচ্ছে। সে বুথের সামনেও লাইনে ৩/৪ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। আইলহাঁস ইউনিয়নের সবগুলি কেন্দ্রের অবস্থা একই রকম। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষদের উপচে পড়া ভিড়। ইভিএমে ভোটের কারণে ভোট নেওয়ার গতি মন্থর। তবে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে ভোটাররা সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটাররা।
বিভিন্ন বুথ ঘুরে দেখা গেছে, ভোটারদের বেশির ভাগই ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি জানেন না। এতে ভোট গ্রহণে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোটাররা। একই রকম অভিযোগ সহকারী প্রিজাইডিং অফিসারদের। এ ছাড়া কোনো কোনো কেন্দ্রে দেখা গেছে ইভিএম সাময়িকভাবে বিকল হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
বাগুন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি মহিলা বুথের ইভিএম বার বার হ্যাং হতে দেখা গেছে। এ বুথের সহকারী প্রিজাইডিং অফিসার ইউনুস আলিকে এ নিয়ে বেশ চিন্তিত দেখাচ্ছিল। তিনি ইভিএম নিয়ে হতাশা ব্যক্ত করেন।
পৃথক আরেকটি বুথের সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন কামরুজ্জামান। তিনি জানান, ভোটারদের স্বাক্ষর নিয়ে বিড়ম্বনায় আছেন। বিশেষ করে বয়স্কদের স্বাক্ষর ম্যাচ করছে না। বার বার ট্রাই করতে হচ্ছে। ফলে ভোট গ্রহণে বিলম্ব হচ্ছে।
সহকারী প্রিজাইডিং অফিসার সিরাজুল ইসলাম জানান, বেশিরভাগ ভোটারই ইভিএম-এ ভোট দিতে জানেন না। দেরি তো হবেই।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য পুলিশ নিষ্ঠার সঙ্গে কাজ করছে। ভোট গ্রহণে একটু বিলম্ব হলেও অসুবিধা হবে না।