আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু মৃত্যুবরণ করেছে
আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি----রাজেউন। ১৪ মার্চ মঙ্গলবার ভোরে শহরের মাদ্রাসাপাড়ায় তাঁর বাসভবনে হ্নদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুর খবরে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন নিহতের বাড়িতে ছুটে আসেন। উপজেলার বিভিন্ন এলাকা গ্রাম থেকে ছুটে আসেন মুক্তিযোদ্ধারা।
গতকাল বিকেলে আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষে তাকে সমাহিত করা হয়। গার্ড অব অনার গ্রহন করেন সহকারী কমিশনার (ভুমি) রেজওয়ানা নাহিদ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। গার্ড অব অনার শেষে জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সেখ সামসুল আবেদীন খোকন, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইযুব হোসেন, সাবেক পৌর মেয়র আলহাজ¦ মীর মহি উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহবুদ্দিন শাবু, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর মেয়র এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন,বীর মুক্তিযোদ্ধা ডাঃ একারামুল হক,বীর মুক্তিযোদ্ধা ডাঃ লিয়াকত আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা রবিউল হক, বীর মুক্তিযোদ্ধা আবেছদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ সেলিম খান, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা মনি মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আজিবার রহমান, সাবেক উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা,সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মেদ ডন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, আলহাজ্ব আব্দুল কুদ্দুস, আলহাজ্ব আহম্মদ আলী, আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব আব্দুল কাদির, সিরাজুল ইসলাম, মাদ্রাসা পাড়া জামে মসজিদের ইমাম, গোবিন্দপুর শেখ পাড়া জামে মসজিদের ইমাম সহ অসংখ্য মানুষ জানাজায় অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, মরহুম নুর মোহাম্মদ জকু ছাত্রজীবনে আলমডাঙ্গা কলেজ সংসদ নির্বাচনে ছাত্রলীগের জিএস নির্বাচিত হন, তিনি আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির চেয়ারম্যান,নাগরিক নাট্যাঙ্গনের সভাপতি ছিলেন। তিনি কর্মজীবনে আলমডাঙ্গা পৌর সভার হিসাব রক্ষক পদে চাকরী করেছেন।