আলমডাঙ্গা থেকে একমাত্র মেয়ে অর্ণির ঢাকা মেডিকেলে ভর্তির যোগ্যতা অর্জন
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৩, ২০২৩
63
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদীর মেয়ে আফিয়া আনজুম অর্ণি ঢাকা মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন। তিনি হারদী গ্রামের সামজুর রহমান ও কহিনুর পারভীনের কন্যা।
এবারের ভর্তি পরীক্ষায় তিনি মেধা তালিকায় ১৩০ তম স্থান অধিকার করেছেন।
জানা গেছে, আফিয়া আনজুম অর্ণি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। ভর্তি পরীক্ষায় তাঁর রোল নম্বর ছিল ৩৮১০৯৬২,। তিনি পরীক্ষায় মেধা তালিকায় ১৩০ তম স্থান অধিকার করেন। তাঁর স্কোর ২৮১. ২৫, টেস্ট স্কোর ৮১.২৫।
অর্ণি হারদী গ্রামের মরহুম রবিউল ইসলামের নাতনী ও বিশিষ্ট ঠিকাদার শামসুল ইসলাম ও মাসুদ রানার ভাতিজি। তাঁর এই কৃতিত্বে পিতা মাতা কলেজের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও তার উজ্জল ভবিষৎ কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।