৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজাজ ইমতিয়াজ বিপুলের নেতৃত্বে শোডাউন অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৩, ২০২৩
65
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজাজ ইমতিয়াজ বিপুলের নেতৃত্বে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শোডাউনে চশমা প্রতীকের সহস্রাধিক নারী-পুরুষ সমর্থক অংশ নেন। কয়েকশ মোটরসাইকেল ও পাখিভ্যানে চেপে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে ইউনিয়নের সবকটি গ্রাম প্রদক্ষিন করেন তারা।

এ সময় ইউনিয়নের প্রতিটি গ্রামের রাস্তার দু'ধারের উৎসুক বাসিন্দারা নির্বাচনী শোডাউনটি উপভোগ করতে থাকেন।


১২ মার্চ সোমবার দুপুরের পর থেকেই মোটরসাইল, পাখিভ্যান ও আলমসাধু প্রার্থী এজাজ ইমতিয়াজ বিপুলের নাগদাহের গ্রামের বাড়ির সামনে আসতে শুরু করেন।

বিকেল সাড়ে ৩ টার দিকেই লোকে লোকারণ্য হয়ে পড়ে প্রার্থীর বাড়ির সামনের এলাকা। ৪ টার সময় বিশাল শোডাউনটি নাগদাহ থেকে শুরু হয়ে বলিয়ারপুর, ভোলারদাড়ি, জোড়গাছা, জাঁহাপুর, চিলাভালকি, জহুরুলনগর, খেজুরতলা, ভেদামারী ও জোড়গাছা হয়ে নাগদাহতে ফিরে আসে।


আগামী ১৬ মার্চ উপজেলার নাগদাহ ও আইলহাঁস ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram