কৃষকদের উন্নয়নে কোটি কোটি টাকা ভুর্তুকি দিচ্ছে কৃষক বান্ধব সরকার- কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি মাহবুবুল
আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা উপজেলা পরিষদ মঞ্চে উপজেলা কৃষকলীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম শান্তি।
প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবুল আলম শান্তি বলেন, দেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত। তাই-কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কারণ কৃষকরা যা উৎপাদন করে আমরা তাই খেয়ে বেঁচে থাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭২ সালে প্রথম কৃষকলীগ গঠন করেন,এবং আলমডাঙ্গার কৃতি সন্তান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ব্যারিষ্টার বাদল রশিদকে সভাপতির দ্বায়িত্ব দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রি দেশকে এগিয়ে নিতে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। সে লক্ষ্যে কৃষকদের ভাগ্যোন্নয়নে খুবই জরুরি। কোটি কোটি টাকা কৃষকদের উন্নয়নে ভুর্তুকি দিচ্ছে। এই সরকার কৃষক বান্ধব সরকার। কৃষক বান্ধব এই সরকার আবারও আমাদের দরকার। তাই দেশরতœ শেখ হাসিনাকে আমাদের ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কৃষকলীগের সাংগাঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হক পানু, কেন্দ্রীয় কুঠির শিল্প বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান,কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক অ্যাড: মিরুল ইসলাম।
পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহাবুল ইসলামের উপস্থাপনায়,অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোমিন মন্ডল, কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিম সাজ্জাদ লিখন,চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের আহবায়ক আসাদুজ্জামান কবির, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মাজু, আলমডাঙ্গা পৌর কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খন্দকার বজলুর রহমান,উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ,মহিলা বিষয়ক সম্পাদিকা সামসাদ রানু,অভিমান্য কুন্ডু,ফজলুররহমান, কাশেম আলী,সোয়েব হোসেন, রজব আলী, বসুদেব বেদ, আমজাদ হোসেন, জাহিদ, আমিরুল, হামিদুল ইসলাম, আলতাব হোসেন, আকছেদ আলী, নবিছদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।