নাগদাহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী হেলালের বিরুদ্ধে নির্বাচনী বিধিমালা ভঙ্গের অভিযোগ
আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী হেলালের বিরুদ্ধে নির্বাচনী বিধিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে। নির্বাচনের তিনদিন আগে নিজের পক্ষে ভোট টানতে গ্রামের কবরস্থানে জমি দান করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় নির্বাচনী আচরনবিধির গুরুতর লংঘন হয়েছে বলে মনে করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রার্থীরা ভোটারদের কোন লোভনীয় প্রতিশ্রুতি দিতে পারবেন না। তিনি জানান, কোন প্রার্থী নির্বাচনকে সামনে রেখে জমি দান করলে তার প্রার্থীতা বাতিল হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, নাগদাহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জাঁহাপুর গ্রাম থেকে ৫ জন মেম্বার পদে লড়ছেন। নির্বাচনে কোণঠাসা হয়ে পড়া মেম্বার প্রার্থী হেলাল উদ্দিন কুট কৌশলের আশ্রয় নেন। তিনি নিজের পক্ষে ভোট টানতে গ্রামের কবরস্থানকে প্রায় ১৫ শতক জমি লিখে দেয়ার ঘোষণা দেন। কিন্ত কবরস্থান আবর্তিত ভোটাররা হেলালের শুধু ঘোষণায় বিশ্বাস রাখতে পারেন নি। তারা নির্বাচনের আগেই জমি লিখে দেয়ার জন্য চাপাচাপি করতে থাকেন। এরপরই গোপন থাকা ঘটনা প্রকাশ্যে চলে আসে। গ্রামের অন্যান্য মেম্বর প্রার্থীদের মধ্য শোরগোল পড়ে যায়।
এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী মেম্বর প্রার্থী গোলাম কুদ্দুস মুকুল বলেন, নির্বাচনের আর মাত্র তিনদিন বাকি আছে। এখন ভোট পেতে হেলাল কবরস্থানে জমি লিখে দিচ্ছে।
এ ব্যাপারে মেম্বর প্রার্থী হেলাল উদ্দিন বলেন," কবরস্থানে যে জমি লিখে দেওয়া হচ্ছে সেটা আমার নামের জমি না। জমি দিচ্ছেন আমার চাচা।"