আলমডাঙ্গায় পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ উদ্বোধন করলেন মহা-পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল
আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। ১১ মার্চ শনিবার উপজেলা পরিষদ মঞ্চে আয়োজিত ক্ষুদ্রঋণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদফতরের মহা-পরিচালক (গ্রেড-১) ড. আবু সালেহ মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্যে ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, সরকার সামাজিক সুরক্ষার জন্য সমাজ সেবা অধিদপ্তর থেকে অসংখ্য কর্মসুচি গ্রহণ করেছে। তিনি বলেন, আমরা দেশের অসহায় মানুষের পাশে সব সময় দাড়িয়েছি, এখনও আছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাজ সেবা অধিদপ্তরকে ঢেলে সাজিয়েছিলেন, তখন থেকে গরীব অসহায় মানুষদের এই দপ্তর সেবা দিয়ে আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেই, কিন্ত সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সামাজিক সকল প্রকার সুরক্ষার ব্যবস্থা করে চলেছে অধিদপ্তর। তিনি আলমডাঙ্গার সন্তান হিসেবে আবেগাপ্লুত হয়ে বলেন, আমি এই দপ্তরের দ্বায়িত্ব নেবার পর দেখলাম চুয়াডাঙ্গা অঞ্চল খুবই অবহেলিত। আপনারা যোগাযোগ রাখবেন এই এলাকার উন্নয়নের জন্য আমি যথাসম্ভব চেষ্টা করব। তিনি আরো বলেন, একজন চাকরি জীবির সততাই সব চাইতে বড় হাতিয়ার,আমি সৎ হলে যে কোন কাজ করতে আমাকে বেগ পেতে হবে না। মঞ্চে উপবিষ্ট জেলা প্রশাসক আমিনুল ইসলামের নাম উল্লেখ করে তিনি বলেন, আমিনুল ইসলাম আমার সাথে একই মন্ত্রনালয়ে চাকরি করেছেন, সে খুব একটিভ কর্মকর্তা।
মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজহান নিতু। স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ। সভায় সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক আবু তালেবের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ীওি শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ৭০"র অগ্নিসেনা মঈন উদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মোজাহিদুর রহমার জোয়ার্দ্দার লোটাস, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা খাতুন, দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হক, রেজিষ্ট্রেশন অফিসারসাঈদ হাসান, সহকারি সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, প্রবেশন কর্মকর্তা ছানোয়ার হোসেন, রিসোর্স শিক্ষক তৌহিদুজ্জামান, শহর সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, চুয়াডাঙ্গা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাখছুরা জান্নাত, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, তথ্য অফিসার স্নিগ্ধা দাস। আলমডাঙ্গা উপজেলায় এ প্রকল্পের আওতায় ১৪৮ জন ক্ষুদ্রঋণ গ্রহিতাকে প্রায় ২৮ লাখ টাকার বিতরন করা হবে। সুদমুক্ত ক্ষৃদ্রঋণ বিতরণ উদ্বোধনকালে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নিজ হাতে ৪৪জন ক্ষুদ্রঋণ গ্রহিতাদের মাঝে নগদ ৮ লাখ ২২হাজার ৫শ ঋণের টাকা বিতরণ করেন। এরপর তিনি শেষে ৮ জন বেসরকারি এতিম নিবাসীদের মাঝে ইউনিসেফ কর্তৃক কিট বিতরন করেন।