আলমডাঙ্গার ফাতেমা জুয়েলার্স এন্ড হলমার্ক সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন
আলমডাঙ্গার ফাতেমা জুয়েলার্স এন্ড হলমার্ক সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ১১ মার্চ শনিবার বিকালে আলমডাঙ্গা শহরের চারতলার মোড়ে উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফাতেমা জুয়েলার্স এন্ড হলমার্ক সেন্টার ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির চুয়াডাঙ্গা শাখার সভাপতি সাইফুল ইসলাম টোকন ও আলমডাঙ্গা শাখার সাধারন সম্পাদক ফাতেমা জুয়েলার্সের স্বত্তাধিকারী হাজী আব্দুল জলিল। উদ্বোধন শেষে আলোচনা সভায় ফাতেমা জুয়েলার্সের স্বত্তাধিকারী হাজী আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির চুয়াডাঙ্গা শাখার সভাপতি সাইফুল ইসলাম টোকন। এসময় তিনি বলেন, আপনাদের স্বর্ণের গহনা তৈরির পর হলমার্ক করার জন্য একসময় যশোর ও কুষ্টিয়ায় যেতে হত। এখন আপনাদের বাড়ির পাশে ফাতেমা জুয়েলার্সে অত্যাধুনিক আমেরিকান মেশিন দ্বারা সোনার গহনা টোনস ও হলমার্ক করছে।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির চুয়াডাঙ্গা শাখার সাধারন সম্পাদক শেখ সাদী, সহসভাপতি অশোক কুমার, আলমডাঙ্গা শাখার সভাপতি দীলিপ কুমার চৌধুরী, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক কামাল হোসেন, ঝিনাইদহ বিআরটি“র এডি আতিয়ার রহমান।
ফাতেমা জুয়েলার্সের ম্যানেজার আব্দুর রশিদ মালিথার উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সার ব্যবসায়ী সাবদার আলী, সাবেক বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, হাজী মানোয়ার হোসেন, কাজী মোহাম্মদ আলী খান, মহাবুবুল হক, ইউনিয়ন পরিষদে সচিব সমিতির সভাপতি সোহবার হোসেন, স্বত্তাধিকারী হাজী আব্দুল জলিলের পুত্র ইসতিয়াক অরিন, কিবরিয়া,জয়ন্ত, জিকরিয়া, আব্দুর জব্বার, সুব্রত। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বণিক সমিতির ধর্ম সম্পাদক হাফেজ মো: মোতালেব হোসেন।