আলমডাঙ্গায় সমাজসেবা অধিদপ্তরের সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রকল্প উদ্বোধন করবেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল
আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সুদমুক্ত ক্ষুদ্রঋণ চালু হচ্ছে। ১১ মার্চ শনিবার সকালে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক আলমডাঙ্গার সন্তান ড. আবু সালেহ্ মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে এ প্রকল্প উদ্বোধন করবেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রম দেশের পল্লী অঞ্চলে বসবাসরত দুঃস্থ, অসহায়, অবহেলিত, অনগ্রসর ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এ কর্মসূচি পরিচালিত হবে বলে জানা যায়।
পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রমের সুদমুক্ত ক্ষুদ্রঋণ দেশের প্রান্তিক জনগোষ্ঠির অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে এটি হতে চলেছে যুগান্তকারী ইতিহাস।
এ কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত গ্রামের ভূমিহীন, দারিদ্র্যসীমার নীচে বসবাসকারি জনগোষ্ঠির মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি ও আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করে দেশের সার্বিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।
জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক নির্বাচিত গ্রামে ইউনিয়ন সমাজকর্মী/কারিগরি প্রশিক্ষক কর্তৃক পরিবার জরিপ সম্পন্নকরণপূর্বক বিভিন্ন গ্রুপভুক্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে কর্মদল গঠন ও প্রশিক্ষণ প্রদান করা হবে। পরে প্রত্যেক গ্রুপের সদস্যকে ২০ টি সামাজিক কার্যক্রম অবহিত করে করা হবে। তারপর গ্রাম কমিটি বা কর্মদল হতে প্রস্তাবিত ঋণ প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইপূর্বক আদায়কৃত সঞ্চয় প্রকল্প গ্রাম বা কর্মদলের ব্যাংক হিসাবে জমা করা হবে। পরে উপজেলা সমাজসেবা অফিসার ইউপিআইসির সভার আয়োজন করে ঋণ অনুমোদন করবেন।